সকল শ্রেনীর কৃষকদের জন্য কৃষি সম্প্রসারন সহায়তা প্রদান
*
সকল শ্রেনীর কৃষকদের সাথে কাজ করা
*
কৃষি গবেষনা ও কৃষি সম্প্রসারন সম্পর্ক জোরদারকরণ
*
গবেষনালব্ধ লাগসই প্রযুক্তি সম্প্রসারনের লক্ষ্যে কৃষক ও সম্প্রসারন কর্মীদের প্রশিক্ষন প্রদান
*
মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপন ও প্রযুক্তি স্থাপন
*
সমন্বিত কৃষি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান
*
পরিবেশ সংরক্ষনের জন্য সমন্বিত সহায়তা প্রদান
*
উপজেলা ও ব্লক পর্যায়ের কৃষি তথ্য প্রদর্শন ও দিক নির্দ্দেশনা প্রদান এবং প্রশাসনিক কার্যাদি সম্পাদন
৩।সেবা প্রদানের নূন্যতম সময়সীমাঃ
সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা । এ ছাড়া জরম্নরী প্রয়োজনে চাহিদা মাফিক সেবা প্রদান
৪। সেবা প্রদানের আইনানুগ ফি /ব্যয়ঃ
নাই
৫। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ
উপ-পরিচালক,কৃষি সম্প্রসারন অধিদপ্তর,খুলনা
৬। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নংঃ
০৪১-৮১১৪৮৬,৭২৪৮৬৮
৭। মিশন ষ্টেটমেন্টঃ
সকল শ্রেনীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারন সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে
৮। ভিশন-২১ঃ
২০১২ সালে মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন
৯। কৃষি বিষয়ক প্রযুক্তির প্রচারঃ
কৃষি বিষয়ক প্রযুক্তি সম্বলিত বিভিন্ন প্রকারের পোষ্টার/ বুকলেট/ লিফলেট/ ফোল্ডার ব্যবহার/সরবরাহ করা হয় ।