আজগড়া ইউনিয়ন এলাকায় শেখপুরা বাজার নামে একটি নিবন্ধিত হাট রয়েছে, যে হাট প্রতি বছর সরকাররি ভাবে াক হয়। উক্ত হাটে ইউনিয়ন মানুষ সহ আসে পাশের ইউনিয়ন থেকে উপজেলা থেকে মানুষ বিভিন্ন জিনিষপত্র বেচা কেনা করতে আছে। এ হাট তেরখাদা উপজেলার সব থেকে বড় হাট। বর্তমানে এলজিডির অর্থায়নে হাটটি উন্নয়ন কাজ চলছে। সম্পাতে প্রতি শুক্র বার এবঙ সোম বার হাট বসে। কিন্তু প্রতিদিন বাজারের স্থায়ী দোকান গুলোতে প্রচুর কোনাবেচা হয়য়ৈ থাকে।
ইউনিয়নে আকর কয়েকটি ছোট বাজার বসে যেমন, শ্রীপুর, আননন্দবাজার, আজগড়া নীলরতন বাজার ইত্যাদী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস